
নিউজ ডেস্ক : পারমাণবিক শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা আব্দুস সিগুদ ভূঁইয়া (৭০) নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার পরিবার। এ ঘটনায় রাজধানীর পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে শুক্রবার (১০ মার্চ) জানিয়েছেন তার মেয়ে পরমাণু শক্তি কমিশনের প্রকৌশলী রেহানা বেগম রানা।
এসময় তার মেয়ে রেহানা বেগম রানা জানান, বৃহস্পতিবার বিকেলে প্রতিদিনের মতো হাঁটতে বের হলে তিনি আর বাসয় ফিরে আসেননি। কোথাও তার কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার রাতেও ফিরে না আসলে, শুক্রবার এলাকার সব মসজিদে মাইকিং করা হয়।
থানায় জিডি করলে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান আলীকে বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, মিরপুরে-১০ নম্বর সেক্টরে বেনারশি পল্লীর কাছে আণবিক প্লটের ডি ব্লকের ১ নম্বর রোডের ৪ নম্বর বাসায় স্ত্রীসহ বাস করতেন আব্দুস সিগুদ ভূঁইয়া।