News71.com
 Bangladesh
 10 Mar 17, 07:19 PM
 205           
 0
 10 Mar 17, 07:19 PM

কুড়িগ্রামের রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা,আহত ৩।।

কুড়িগ্রামের রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা,আহত ৩।।

 

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা করে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গিয়ে হামলাকারীদের হাতে ৩ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা  হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার চাকতাবাড়ি ঠনঠনিপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, ওই গ্রামের শুকুর মাহমদের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল রহম আলীর বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় ঘরে ঢুকে স্বর্ণালংকার ও টাকা লুট করে হামলাকারীরা। এতে বাধা দিতে গেলে মহিরন বেগম (৫৫), শেফালি খাতুন (৩০) এবং মহর আলীকে (৩৫) মারপিট করে গুরুতর জখম করা হয়। আহতরা রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নির্যাতিত রহম আলী অভিযোগ করে বলেন,আমার ২৪ শতক জমিতে গত ৪ দিন ধরে সেচ দিতে দিচ্ছে না তারা। সেচের অভাবে বোরো ক্ষেত ফেটে গেছে। এ নিয়ে স্থানীয়ভাবে বৈঠক বসলেও শুকুর মাহমুদ কারও কথা বা বৈঠক মানেনি। রৌমারী থানার ওসি (তদন্ত) মো. রুহানী বলেন,এখন পর্যন্ত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন