News71.com
 Bangladesh
 10 Mar 17, 06:46 PM
 223           
 0
 10 Mar 17, 06:46 PM

মুন্সীগঞ্জে পিস্তল-গুলিসহ ৩ যুবক আটক

মুন্সীগঞ্জে পিস্তল-গুলিসহ ৩ যুবক আটক

নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জ পৌরসভার শিলমন্দি এলাকায় বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ মার্চ) দুপুর ১ টার দিকে খান বাড়ির বাবলু খানের বাড়ি থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন- মধ্য কোটগাঁও এলাকার রশিদ মাস্টারের ছেলে মো. মিন্টু (৩৪), পূর্ব দেওভোগ এলাকার মৃত কায়কোবাদ মন্ডলের ছেলে মো. রবিন (২০) ও পূর্ব দেওভোগ এলাকার শাহজাহান মোল্লার ছেলে মো. সুজন (২৭)।

মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, খান বাড়ির বাবলু খানের বাড়িতে গোপন বৈঠক চলছে, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ ওই তিন যুবককে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন