News71.com
 Bangladesh
 10 Mar 17, 06:43 PM
 225           
 0
 10 Mar 17, 06:43 PM

ঝিনাইদহে পিস্তল-গুলিসহ সন্ত্রাসী আটক

ঝিনাইদহে পিস্তল-গুলিসহ সন্ত্রাসী আটক

 

নিউজ ডেস্ক : ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে আকতার হোসেন (২৯) নামে এক সন্ত্রাসীকে পিস্তল ও গুলিসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১০ মার্চ) ভোরে কালিগঞ্জ উপজেলার বারোবাজার রেল-লাইনের পাশ থেকে তাকে আটক করা হয়। আকতার হোসেন ওই উপজেলার ঝনঝনিয়া গ্রামের ইছাহক আলীর ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বারোবাজার রেললাইনের পাশে নাশকতা চালানোর জন্য আকতার হোসেন অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ তাকে আটক করে। আকতার ওই এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসীমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন