News71.com
 Bangladesh
 10 Mar 17, 06:33 PM
 218           
 0
 10 Mar 17, 06:33 PM

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১০ মার্চ) সকালে দূর্ঘটনায় তারা নিহত হয়। নিহতরা হলো-জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে স্কুলছাত্র ইছানুল (১২) ও জীবননগর উপজেলার অনন্তপুর গ্রামের শাজাহানের ছেলে শাহিন (২৪)।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ঠাকুরপুর গ্রাম থেকে বাইসাইকেলে করে কার্পাসডাঙ্গায় যাচ্ছিলো ইছানুল। এসময় দামুড়হুদা-মুজিবনগর সড়কের আরামডাঙ্গা ভূমিহীন পাড়ায় একটি ট্রাক্টর তাকে সামনে থেকে চাপা দেয়। এতে গুরতর আহত হয় ইছানুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে সেখানে তার মৃত্যু হয়।

অপরদিকে, শুক্রবার দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রাম থেকে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গায় যাচ্ছিল শাহিন। পথে উপজেলার সন্তোষপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) কলিম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন