
নিউজ ডেস্ক : কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী বাউল সম্রাট ফকির লালন শাহ স্মরণোৎসব আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে। এ উৎসবকে ঘিরে সাধু-গুরু ও ভক্তরা সমবেত হয়েছে লালন সাঁইয়ের আঁখড়া বাড়িতে। লালন ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে আঁখড়া প্রাঙ্গণ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও কুষ্টিয়া লালন একাডেমির আয়োজনে এবার ভিন্ন আমেজে স্মরণোৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসান জানান, লালন স্বরণোসবকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব-পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বিভাগের কর্মীরা কাজ করবেন। বাউল সম্রাট লালন শাহের জীবদ্দশায় চৈত্র মাসের প্রথম সপ্তাহে দোল পূর্ণিমার উৎসব পালন করা হতো। সেই থেকে লালন ভক্তরা প্রতি বছর এ উৎসব পালন করে আসছে।