
নিউজ ডেস্ক : পাবনা জেলার চাটমোহর উপজেলায় মথুরাপুরে গিলবার্ড ডি-কস্তাকে (৬৫) নামে সেন্ট রিতা চার্চের এক নিরাপত্তা প্রহরী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ মার্চ) ভোররাতে ৩/৪ জন দুর্বৃত্ত চার্চে ঢোকার চেষ্টা করলে বাধা দেন নিরাপত্তা প্রহরী গিলবার্ড। এসময় তার ওপর চড়াও হয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।আহত গিলবার্ডে বাড়ি চাটমোহরের লাউসিয়া গ্রামে।
এ ঘটনায় সন্দেহভাজন তিন জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো রাজিব, মুরাদ ও ফরিদ। চার্চের পরিচালনা কমিটির সদস্য মার্টিন রোজারিও জানান, দুর্বৃত্তদের হামলায় প্রহরীর চিৎকারে বের হয়ে আসেন চার্চের ফাদার দিলীপ ডি-কস্তা। এসময় দুর্বৃত্তরা পালিয়ে যান। গিলবার্ডের কপাল, হাত ও পায়ে আঘাতে জখম হয়েছে বলে জানান তিনি। চাটমোহর থানার এএসআই আহসান হাবীব জানান, আহতাবস্থায় গিলবার্ড ডি কস্তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।