News71.com
 Bangladesh
 10 Mar 17, 06:14 PM
 225           
 0
 10 Mar 17, 06:14 PM

বরগুনার বেতাগীতে কৃষক হত্যার ঘটনায় আটক ৩

বরগুনার বেতাগীতে কৃষক হত্যার ঘটনায় আটক ৩

নিউজ ডেস্ক : বরগুনার বেতাগী উপজেলায় গলায় গামছা পেঁচিয়ে মোস্তফা (৪০) নামে এক কৃষককে হত্যা করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ছয় নম্বর কাজিরাবাদ ইউনিয়নের মধ্য কাজিরাবাদ মৃধাবাড়ী সংলগ্ন চাষাবাদের মাঠে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মোশাররফ হোসেনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত মোস্তফা উপজেলার ছয় নম্বর কাজিরাবাদ ইউনিয়নের মধ্য কাজিরাবাদ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জমিতে মুগ ডাল তোলাকে কেন্দ্র করে মোস্তফার সঙ্গে মোশাররফের পরিবারের সদস্যদের বাক-বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে মোশাররফ তার মা ও শ্বশুর মিলে মোস্তফার গলায় গামছা পেঁচিয়ে মাঠ থেকে টানতে টানতে রাস্তার পাশে আনেন। এসময় মোস্তফা মারা যান।পরে স্থানীয়রা এ ঘটনা দেখে ধাওয়া করে ওই তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহতের ঘটনায় স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা করা হবে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন