News71.com
 Bangladesh
 10 Mar 17, 06:13 PM
 225           
 0
 10 Mar 17, 06:13 PM

জামালপুরের সরিষবাড়ী থেকে ৪০ লাখ টাকার হেরোইনসহ আটক ৩।।

জামালপুরের সরিষবাড়ী থেকে ৪০ লাখ টাকার হেরোইনসহ আটক ৩।।

 

নিউজ ডেস্কঃ জামালপুরের সরিষবাড়ী থেকে ৪০ লাখ টাকা মূল্যের ৪০০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল  বৃহস্পতিবার রাতে উপজেলার দুরভিটি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে আজ শুক্রবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম বলেন, গতকাল বৃস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল সরিষাবাড়ি উপজেলার দুরভিটি বাজার এলাকায় অবস্থান নেয়। রাত ৮টার দিকে মাদক ব্যবসায়ীরা হেরোইন বিক্রির উদ্দেশ্যে দুরভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হলে ডিবি পুলিশ তাদেরকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী বাবুল হোসেন ওরফে বাবু, সুমন এবং শামসুল হকের কাছ থেকে ৪০ লাখ টাকা মূল্যের ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। এ সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শাহিনুজ্জামান খান, এসআই খায়রুল ইসলাম ও এসআই রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। জেলা ডিবি পুলিশের এসআই  খায়রুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন