
নিউজ ডেস্ক : জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট মির্জা নাজমূল ইসলাম কাজল সভাপতি ও অ্যাডভোকেট এরশাদ হোসেন সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ১১ টি পদের মধ্যে ছয়টি পদে ভোট গ্রহণ করা হয়। বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন বাকি ৫ পদের প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ড. মোজাম্মেল চৌধুরী।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক পদে হাবিবুল ইসলাম হাবিব, লিগ্যাল এইড সম্পাদক পদে মুহাম্মদ কামরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাফর ইকবাল সুমন। প্রধান নির্বাচন কমিশনার মোজাম্মেল চৌধুরী জানান, নির্বাচনে ১৪৫ জন ভোটারের মধ্যে ১৪৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ইতোপূর্বে কার্যনিবাহী সদস্য পদে চারজন ও লাইব্রেরি সম্পাদক পদে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।