News71.com
 Bangladesh
 10 Mar 17, 02:50 PM
 192           
 0
 10 Mar 17, 02:50 PM

গাজীপুরে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক : তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক অফিস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা প্রায় পাঁচ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করেছে। গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) দিনভর গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় অভিযানে প্রায় দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ জানান, ইটাহাটা এলাকায় অভিযান চালিয়ে এক ইঞ্চি ও দুই ইঞ্চি ব্যাসের পাঁচ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ অপসারণ করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে প্রায় দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ সময় অবৈধ সংযোগ দেওয়া বিপুল পরিমাণ পাইপ উত্তোলন ও রাইজার জব্দ করা হয়েছে। অভিযানের সময় গাজীপুর তিতাসের জেনারেল ম্যানেজার এস এম আ. ওয়াদুদ, ম্যানেজার ছাব্বির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন