
নিউজ ডেস্ক : বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় প্রথমবারের মতো কোনও বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান। বেইজিং ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরুন গ্লোবাল এর ওই তালিকায় দেখা যায় ২২৫৭ জন ধনকুবেরের মধ্যে তিনি রয়েছেন ১৬৮৫ নম্বরে। প্রকাশিত তালিকা অনুযায়ী, সালমান এফ রহমানের সম্পদের পরিমাণ ১শ’ ৩০ কোটি ডলার।
বৃহস্পতিবার (৯ মার্চ) এমন খবর প্রকাশের পর ইমপ্যাক্ট পিআর থেকে সালমান রহমানের পক্ষে জানানো হয়, ‘আজ বেশ কিছু অনলাইন পত্রিকায় ‘বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় সালমান এফ রহমান’ শীর্ষক একটি সংবাদ আমার নজরে এসেছে। চীনা প্রতিষ্ঠান হুরুন গ্লোবাল এর বরাত দিয়ে প্রকাশিত সংবাদে বলা হয়েছে- আমার সম্পদের পরিমাণ ১শ’ ৩০ কোটি ডলার। প্রতিষ্ঠানটি কীভাবে এই সম্পদের হিসাব করেছে তা আমার জানা নেই। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বেক্সিমকো গ্রুপের নিট সম্পদের পরিমাণ এর কাছাকাছি হতে পারে। আমার ব্যক্তিগত সম্পদের পরিমাণ এটা নয়।’