News71.com
 Bangladesh
 10 Mar 17, 02:13 PM
 208           
 0
 10 Mar 17, 02:13 PM

বাংলাদেশ-ভারত সীমান্ত গুজংপাড়ায় ১ টি সদ্য সুড়ঙ্গের খোঁজ।।

বাংলাদেশ-ভারত সীমান্ত গুজংপাড়ায় ১ টি সদ্য সুড়ঙ্গের খোঁজ।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ-ভারত সীমান্তের খুব কাছে সদ্য কাটা একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঘন জঙ্গলে ঢাকা ওই জায়গাটির নাম গুজংপাড়া। মেঘালয়ের তুরা সেক্টরে গত বুধবার পাহারা দেয়ার সময়ে একটি পাহাড়ের ঢালে দেখতে পাওয়া যায় সুড়ঙ্গটি।

কর্মকর্তারা বলেছেন, ভেতরে গিয়ে দেখা যায় যে সেটি কাঁটাতারের বেড়ার দিকেই এগিয়েছে প্রায় ৫০ ফুট মতো। সুড়ঙ্গটি সবেমাত্র কাটা হচ্ছিল, তার মাটি এখনও আলগা রয়েছে। বাংলাদেশের দিকে নেমে যাওয়া একটা পাহাড়ের ঢালে সুড়ঙ্গ মুখটি পাওয়া যায়। এর আগে ভারত-পাকিস্তান সীমান্তে এ ধরণের সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেলেও পূর্বাঞ্চলে এই ঘটনা প্রথম।

বিএসএফ-এর মেঘালয় সীমান্ত অঞ্চলের আইজি পি. কে. দুবে জানিয়েছেন, সুড়ঙ্গটি প্রায় ৫০-৬০ ফিট পর্যন্ত কাটা হয়েছে। মাটিও আলগা রয়েছে। তবে সীমান্তের কাঁটাতারের তলা দিয়ে বাংলাদেশ অবধি পৌঁছতে আরও প্রায় ৫০ ফুট মতো কাটতে হতো। মানব ও অবৈধ দ্রব্য পাচার করার জন্য ভারত-পাকিস্তান সীমান্তে সুড়ঙ্গ আগেও পাওয়া গেছে। কিন্তু পূর্বাঞ্চলে এ ঘটনা একেবারেই নতুন, যেটা বিএসএফকে যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছে।

বিএসএফের উর্দ্ধতন কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার গিয়েছিলেন সুড়ঙ্গটি খতিয়ে দেখতে। কী কারণে সীমান্তের কাছে সুড়ঙ্গ কাটা হচ্ছিল তা নিয়ে বিএসএফ তদন্ত শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন