
নিউজ ডেস্কঃ ফেনীর দাগনভূঞায় পিকনিকের বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের দাগনভূঞায় তুলাতুলি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোরে মোটরসাইকেল ওয়ার্কশপ মালিক সমিতির পিকনিকের বাসটি (একুশে মুন বাস) নোয়াখালীর মাইজদী থেকে তুলাতুলি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী ১ টি ট্রাকের সঙ্গে মুখামুখি সংর্ঘষ হয়। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ৩০ জন আহত হন। এদের মধ্য ১৩ জনকে দাগনভূঞায় উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ১ জন নিহত হয়েছেন বলে জানা গেলেও বিষয়টি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।
দাগনভূঞা উপজেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নাসরিন সুলতানা জানান, অনেকেরই শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে, কারও কারও হাত পা ভেঙেছে, তবে গুরুতর কেউ নেই।