News71.com
 Bangladesh
 10 Mar 17, 02:09 PM
 197           
 0
 10 Mar 17, 02:09 PM

ফেনীর দাগনভূঞায় পিকনিক বাস ও ট্রাকের মুখামুখি সংর্ঘষ

ফেনীর দাগনভূঞায় পিকনিক বাস ও ট্রাকের মুখামুখি সংর্ঘষ

 

নিউজ ডেস্কঃ ফেনীর দাগনভূঞায় পিকনিকের বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের দাগনভূঞায় তুলাতুলি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোরে মোটরসাইকেল ওয়ার্কশপ মালিক সমিতির পিকনিকের বাসটি (একুশে মুন বাস) নোয়াখালীর মাইজদী থেকে তুলাতুলি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী ১ টি ট্রাকের সঙ্গে মুখামুখি সংর্ঘষ হয়। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ৩০ জন আহত হন। এদের মধ্য ১৩ জনকে দাগনভূঞায় উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ১ জন নিহত হয়েছেন বলে জানা গেলেও বিষয়টি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি। 

দাগনভূঞা উপজেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নাসরিন সুলতানা জানান, অনেকেরই শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে, কারও কারও হাত পা ভেঙেছে, তবে গুরুতর কেউ নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন