
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক অভিযানে ২ হাজার ৭০০ পিস ইয়াবা ও ৮৫টি ফেনসিডিলসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে এ ২ টি অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন-শফিক মিয়া (২৮) ও রিদুয়ান(২৯)। এর মধ্যে শফিক ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বটতল এলাকায় গ্রেফতার হর। তার বাড়ি কুমিল্লায়। আর বাজালিয়া এলাকায় তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ রিদুয়ানকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, ‘২ জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে ২ টি মামলা দায়ের হয়েছে।