News71.com
 Bangladesh
 10 Mar 17, 02:05 PM
 196           
 0
 10 Mar 17, 02:05 PM

বাংলাদেশের ব্যাংকিং সেক্টর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত : দুদক চেয়ারম্যান

বাংলাদেশের ব্যাংকিং সেক্টর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত : দুদক চেয়ারম্যান

নিউজ ডেস্ক : ব্যাংকিং সেক্টরকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ শুক্রবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত দুর্নীতিবিরোধী মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। উল্লেখ্য আঁজ দেশব্যাপী ২২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত একযোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।

দুদক চেয়ারম্যান বলেন, দুদকের সক্ষমতার অভাব রয়েছে। তবে সরকারের সহযোগিতার কারণে দুর্নীতি রোধ করা সম্ভব হচ্ছে। তবে ব্যাংকিং সেক্টরের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পাসপোর্ট অধিদফতরে কমবেশি দুর্নীতি হচ্ছে। যে দুর্নীতি রোধ করতে দুদক কার্যকর উদ্যোগ নিয়েছে।

মানববন্ধনে উপস্থিত রয়েছেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, দুদদ কমিশনার ড. নাসির উদ্দিন, এ এসএম আমিনুল ইসলাম, দুদক সচিব আবু মো. মোস্তফা ও মহাপরিচালক মুনির চৌধুরী এবং ঢাকারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন