News71.com
 Bangladesh
 09 Mar 17, 11:23 PM
 210           
 0
 09 Mar 17, 11:23 PM

রাজধানীতে বিপুল পরিমান মাদক ও প্রাইভেটকারসহ ৪ ভাসমান মাদক বিক্রেতা আটক

রাজধানীতে বিপুল পরিমান মাদক ও প্রাইভেটকারসহ ৪ ভাসমান মাদক বিক্রেতা আটক

 

নিউজ ডেস্ক : রাজধানীতে বিপুল পরিমান মাদক ও প্রাইভেটকারসহ ৪ ভাসমান মাদক বিক্রেতা আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বনানী এলাকার ১১ ও ১৫ নম্বর রোড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. বাবুল (৩৩), মো. সবুজ (২০), মো. সাইফুল ইসলাম (৩০) ও জসিম (১৮)। এসময় তাদের সঙ্গে থাকা দু’টি প্রাইভেটকারের ভেতর থেকে থেকে ৪০০ ক্যান বিয়ার, ১২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর ইসতিয়াক আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে তারা ভাসমানভাবে রাজধানীতে মাদক সরবরাহ করে আসছিলো। এ চক্রের সদস্যরা মোবাইল ফোনের মাধ্যমে মাদকের অর্ডার নিয়ে ক্রেতার কাছে সরবরাহ করতো।

তিনি বলেন, বিভিন্ন ওয়্যারহাউজ থেকে তারা মাদক সংগ্রহ করে দু’টি প্রাইভেটকারে রাখতো। আর এসব তারা ঘুরে ঘুরে বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা দু’টি প্রাইভেটকারের মধ্য থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলেও জানান তিনি। আটক মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন