
নিউজ ডেস্ক : সচিব ছাড়া আর কোনো কর্মকর্তার সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে যাবতীয় কর্মকান্ড পরিচালনা করে থাকে। স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কার্যক্রম বিষয়ে প্রতিনিয়ত সাংবাদিকদের ব্রিফিং প্রদান করা হয়। তথ্যের অবাধ প্রবাহ ও সঠিক তথ্য নিশ্চিত করার লক্ষ্যে তিন ব্যবস্থায় ব্রিফিং, সংবাদ সম্মেলন, তথ্য সরবরাহ করা হবে।’ প্রথমত, ‘নির্বাচন কমিশনের বিশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কার্যক্রম বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ব্রিফিং/সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের অবহিত করবেন।’
দ্বিতীয়ত, ‘নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা ২০১০ এর ১১(৩) বিধি অনুযায়ী কমিশনের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে সচিব গণমাধ্যমকে ব্রিফিং করবেন এবং কমিশন কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত না হলে সচিব ব্যতীত অন্য কোনো কর্মকর্তা গণমাধ্যমে কোনো বক্তব্য প্রদান করবেন না।’
তৃতীয়ত, ‘নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা ২০১০ এর ১১ (১) বিধি অনুযায়ী, সাধারণত কমিশনের জনসংযোগ বিভাগের মাধ্যমে কমিশন কর্তৃক নিষ্পত্তিকৃত বিষয়াদির মধ্যে যা জনগণের অবগতির জন্য প্রকাশ করা বাঞ্ছনীয়, তা প্রকাশ করা হবে।’
ইসির উপ-সচিব পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, যে অফিস আদেশটি দেওয়া হয়েছে, এটা এর আগে কখনো হয়নি। এতে সাংবাদিকরা প্রাথমিক যে তথ্য পেতেন কিংবা অনেক গুরুত্বপূর্ণ খবরের যে ক্লু পেতেন, এটা অনেক কমে যাবে। এছাড়া তথ্যের প্রবাহের গতিও কমে যাবে। এ বিষয়ে জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, এটা নির্বাচন কমিশনের কার্যপ্রণালী বিধিমলাতেই ছিল। এতোদিন তা প্রয়োগ করা হয়নি। এই অফিস আদেশের ফলে সাংবাদিকরা আরো গোছানো তথ্য পাবেন।