News71.com
 Bangladesh
 09 Mar 17, 11:20 PM
 189           
 0
 09 Mar 17, 11:20 PM

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী হতাহত

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী হতাহত

নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় শিউলী আক্তার (৩৫) নামে মোটরসাইকেলের এক নারী আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী মোটরসাইকেল চালক আব্দুল আলীম (৪৫)।

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার সোহাগপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি জেলার ভূঞাপুর উপজেলার থলকাশী গ্রামে। স্বামী-স্ত্রী দু’জনেই পেশায় হোমিও চিকিৎসক।

গোড়াই হাইওয়ে থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, সন্ধ্যায় মির্জাপুর থেকে মোটরসাইকেলে করে ওই দম্পত্তি ভূঞাপুর যাচ্ছিলেন। পথে উপজেলার সোহাগপুর এলাকায় উত্তরবঙ্গগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিউলী নিহত ও আলীম আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন