News71.com
 Bangladesh
 09 Mar 17, 11:18 PM
 220           
 0
 09 Mar 17, 11:18 PM

নির্বাচনী প্রতীকের তালিকা থেকে দাঁড়িপাল্লা প্রতীক বাতিলের সিদ্ধান্ত রহস্যজনক ।। বাংলাদেশ জামায়াতে ইসলামী

নির্বাচনী প্রতীকের তালিকা থেকে দাঁড়িপাল্লা প্রতীক বাতিলের সিদ্ধান্ত রহস্যজনক ।। বাংলাদেশ জামায়াতে ইসলামী

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী প্রতীকের তালিকা থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাদ দিয়ে গেজেট প্রকাশের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, নির্বাচনী দলীয় প্রতীক হিসেবে জামায়াতে ইসলামীর নামে সংরক্ষিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাতিলের নির্বাচন কমিশনের গৃহীত সিদ্ধান্ত অগণতান্ত্রিক।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকসহ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটি রাজনৈতিক দল। ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে জামায়াতে ইসলামী অতীতে প্রায় প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে আসছে।

তিনি বলেন, জামায়াতের নিবন্ধন মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। আদালত জামায়াতের নিবন্ধন বাতিল করেননি। সুতরাং গণপ্রতিনিধিত্ব আদেশ’ ১৯৭২ অনুযায়ী প্রতীকসহ জামায়াতের নিবন্ধন বহাল আছে। এমতাবস্থায় নির্বাচন কমিশন কর্তৃক প্রতীক বাতিলের এ সিদ্ধান্তটি রহস্যজনক। আমরা নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি এবং জামায়াতের জন্য বরাদ্দকৃত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকটি সংরক্ষিত রাখার আহবান জানাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন