News71.com
 Bangladesh
 09 Mar 17, 11:10 PM
 208           
 0
 09 Mar 17, 11:10 PM

২০২১সালের মধ্যে প্রতি ঘরে বিদ্যুতের আলো জ্বালাতে কাজ করছে সরকার।। প্রতিমন্ত্রী নসরুল হামিদ  

২০২১সালের মধ্যে প্রতি ঘরে বিদ্যুতের আলো জ্বালাতে কাজ করছে সরকার।। প্রতিমন্ত্রী নসরুল হামিদ     

 

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন,আগামী ২০২১সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বালাতে কাজ করে যাচ্ছে সরকার।আজ বৃহস্পতিবার কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতি পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাউল আলম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর চেয়ারম্যান মনোয়ার হোসেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) প্রবণ চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সবিচ অশোক মাধব রায়, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সবিচ আহমদ কায়কাউস, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভার-প্রাপ্ত সচিব ইসতিয়াক আহমদ।

সাপোর্ট টু ক্যাপাসিটি বিল্ডিং অব বেজা প্রকল্পের-প্রকল্প পরিচালকের অতিরিক্ত সচিব মোহাম্মদ হারুনুর রশিদ, বেজা নির্বাহী বোর্ডের অতিরিক্ত সচিব মোহাম্মদ আইয়ুব, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, কক্সবাজার জেলার পুলিশ সুপার ড. এ.কে.এম. ইকবাল হোসেন, কক্সবাজার জেলার এ.ডি.সি (রাজস্ব) মোহাম্মদ আনোয়ারুল নাসের, (সিপিজিসিএল)  এর এমডি আবুল কাশেম, সহকারী পুলিশ সুপার মতিউল হক, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম প্রমুখ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার সময় হেলিকপ্টার যোগে সরকারী প্রতিনিধিদল মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র অবতরণ করেন। মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন অগ্রগতি পরিদর্শন শেষে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি হেলিকপ্টার যোগে মাতারবাড়ী ছেড়ে ঢাকার উদ্দেশ্যে চলে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন