News71.com
 Bangladesh
 09 Mar 17, 11:06 PM
 224           
 0
 09 Mar 17, 11:06 PM

কিশোরগঞ্জের কটিয়াদীতে মেলায় নাগরদোলা ছিঁড়ে শিশুসহ  ১৬ আহত।।   

কিশোরগঞ্জের কটিয়াদীতে মেলায় নাগরদোলা ছিঁড়ে শিশুসহ  ১৬ আহত।।   

 

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে মেলায় নাগরদোলা  (চড়কা) ছিঁড়ে শিশুসহ ১৬ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামে সুরুজ আলী পাগলার বাৎসরিক মেলায় এ ঘটনা ঘটে । আহতরা হল- বন্যা (১৪), ঝিনুক (১৪), মোবারক (০৮), মর্জিনা (১৮), সাথী (২৫), মাধুর্য (১৭), তৌফিক (০৯), সজিব (২৩), মুমু (১০), আরিফ (২১), শিখা (২০), শরিফ (২২), রোকসানা (১২), কবির (০৯), আল-আমিন(১৫), সাজেদা (১২) । আহতদের  কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। 

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম যুগান্তরকে জানান, আজ বৃহস্পতিবার চলন্ত অবস্থায় নাগরদোলা ছিঁড়ে যাওয়ার ঘটনায়  আহত ৯ শিশুকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পাঠানো হয়।এদের মধ্যে ৩ জনকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকতা ডা. তপন কুমার দত্ত জানান, গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন