News71.com
 Bangladesh
 09 Mar 17, 06:12 PM
 189           
 0
 09 Mar 17, 06:12 PM

ধামরাইয়ে বাসের মুখোমুখি সংঘর্ষ হতাহত ১৬

ধামরাইয়ে বাসের মুখোমুখি সংঘর্ষ হতাহত ১৬

 

নিউজ ডেস্ক : ঢাকার ধামরাইয়ের বারবাড়িয়া এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় জানা যায়নি। আহতরা হলেন-মনির হোসেন, জসিম, খোকন, পলাশ ও আসমা আক্তারসহ কমপক্ষে ১৫ জন যাত্রী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা জানান, দুপুরে বারবাড়িয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী একটি বাসের সঙ্গে পাটুরিয়া থেকে ছেড়ে আসা নবীনগরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অজ্ঞাতপরিচয় এক যাত্রী নিহত হন। এসময় আহত হন অন্তত ১৫ যাত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন