
নিউজ ডেস্কঃ খুলনায় বজ্রপাতে রাবেয়া খাতুন (১৩) ও রহিমা আক্তার (১৩) নামে ২ মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের পাথরখালী গ্রামে এ ঘটনা ঘটে। রাবেয়া খাতুন পাথরখালী গ্রামের দিদারুল গাজী ও রহিমা আক্তার একই গ্রামের আতিয়ার রহমান গাজীর মেয়ে ওই বেদকাশি হাবিবিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী জানান, আজ বৃহস্পতিবার দুপুরে রাবেয়া খাতুন ও রহিমা আক্তার মাদ্রাসা ছুটির পর বাড়িতে যায়। দুপুর ২টার দিকে তারা পার্শ্ববর্তী বড়বাড়ী গ্রামের এক মাস্টারের কাছে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওনা দেয়। তারা পাথরখালী গ্রামে পৌঁছালে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে রাবেয়া ও রহিমা ঘটনাস্থলেই নিহত হয়। বেদকাশি হাবিবিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার বজ্রপাতে ২ ছাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।