News71.com
 Bangladesh
 09 Mar 17, 01:59 PM
 196           
 0
 09 Mar 17, 01:59 PM

মরদেহ পাওয়া গেছে পদ্মায় স্পিড বোট উল্টে নিখোঁজ নারীর

মরদেহ পাওয়া গেছে পদ্মায় স্পিড বোট উল্টে নিখোঁজ নারীর

 

নিউজ ডেস্ক : পদ্মায় স্পিড বোট উল্টে যাওয়ার ঘটনায় নিখোঁজ বাকেলা (৪০) নামে এক নারীর মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে লৌহজং টার্নিং পয়েন্ট থেকে মরদেহটি পাওয়া যায়। নিহত বাকেলার বাড়ি ফরিদপুর জেলার আলফা ডাংগা এলাকায়। এ ঘটনায় এখনো আরো দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

এর আগে বুধবার বিকেলে ঝড়ের কবলে পড়ে স্পিড বোটটি উল্টে যায়। সেসময় লাবিব নামে একটি শিশুর মৃত্যু হয়। ঘটনার সময় কেউ নিখোঁজ নেই জানা গেলেও পরে জানা যায় ৩ জন নিখোঁজ রয়েছে। এদের মধ্যে একজনের মরদেহ সকালে উদ্ধার হলো।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল থেকেই শিমুলিয়া কাওড়াকান্দি নৌ রুটের লৌহজং টার্নিং পয়েন্টে পুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারী জাহাজ হামজা কাজ করছে। সকাল সাড়ে ১১ টার দিকে বাকেলা নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাহমিনা আক্তার ও ইকবাল বাহার নামে আরো দুইজন নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে বুধবার রাতে তিনজন নিখোঁজ রয়েছে অভিযোগ পাওয়ার পর থেকে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে পুলিশ, কোস্টাগার্ড ও উদ্ধারকারী জাহাজ হামজা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন