
নিউজ ডেস্ক : নাটোরের লালপুর উপজেলায় পুত্রবধূ ধর্ষণের দায়ে শ্বশুর জামাল হোসেনকে (৪৫) যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর পৌনে ১২ টার দিকে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ আদেশ দেন।
জামাল হোসেন লালপুর উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আকবার আলীর ছেলে। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।