News71.com
 Bangladesh
 09 Mar 17, 01:04 PM
 208           
 0
 09 Mar 17, 01:04 PM

হাইকোর্টের নির্দেশে মাগুরায় স্বাধীনতাবিরোধীদের নামের ৪ সড়কের নাম পরিবর্তন

হাইকোর্টের নির্দেশে মাগুরায় স্বাধীনতাবিরোধীদের নামের ৪ সড়কের নাম পরিবর্তন

নিউজ ডেস্ক : অবশেষে মাগুরার স্বাধীনতাবিরোধীদের নামে থাকা চারটি সড়কের নাম হাইকোর্টের নির্দেশে পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে মাগুরা শহরের তিনটি সড়ক, অন্যটি মহম্মদপুর উপজেলার বিনোদপুরে এলাকার ১টি সড়ক। পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল জানান, ৭ মার্চ রাতে মাগুরা পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে শহরের এমআর রোড় (মোকলেছুর রহমান সড়ক), এইচআর রোড় (হাবিবুর রহমান সড়ক) ওয়াজেদ আলী খান সড়কের নাম পরিবর্তনের ঘোষণা দেয়া হয়েছে। সাথে নতুন নামকরণ না করে এ তিনটি সড়ককে পূর্বের নামে ফিরিয়ে নেয়া হয়েছে।

এখন থেকে এমআর রোড়কে কলেজ রোড়, হাবিবুর রহমান সড়ককে নতুন বাজার সড়ক ও ওয়াজেদ আলী খান সড়কটি আবালপুর সড়ক হিসেবে পূর্বের নামে পরিচিতি পাবে। এ তিনটি সড়কে থাকা সাইনবোর্ড থেকে স্ব-স্ব প্রতিষ্ঠানের মালিকদের নিজ উদ্যোগে বর্তমানে লেখা সড়কের নাম পরিবর্তনের আহবান জানানো হয়েছে।হাইকোর্টের এক নির্দেশে পৌর কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে বলে জানান, পৌর মেয়র টুটুল।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী জানান, স্বাধীনতাবিরোধীদের নামে থাকা সড়কগুলোর নাম পরিবর্তন করায়  মুক্তিযোদ্ধারা অত্যন্ত খুশি। এটি মাগুরাবাসীর প্রাণের দাবি ছিল। তিনি বলেন, মাগুরা গুরুত্বপূর্ণ যে তিন সড়ক এক সময় স্বাধীনতাবিরোধীদের নামে করা হয়েছিল, তারা প্রত্যেকেই একাত্তরে ‘শান্তি কমিটি’র নেতৃত্বে ছিলেন। যুদ্ধকালে তাদের নির্দেশে ও তাদের নামেই মাগুরায় নানা স্বাধীনতাবিরোধী কর্মকান্ড হয়েছে।

এদিকে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে স্বাধীনতাবিরোধী চাঁদ আলি শিকদারের নামে নামকরণ করা একটি সড়কের নামফলক ভেঙে দেয় উপজেলা প্রশাসন। বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি রাজ্জাক মন্ডল জানান, স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবির মুখে ও পরবর্তীতে হাইকোর্টে নির্দেশে একাত্তরের কুখ্যাত রাজাকার কমান্ডার ১২ মুক্তিযোদ্ধা হত্যাকারী চাঁদ আলীর নামে থাকা বিনোদপুর বাবুখালী সড়কের নাম ফলক গত ৫ জানুয়ারি ভেঙে ফেলে উপজেলা প্রশাসন।

সম্প্রতি হাইকোর্ট সারাদেশে স্বাধীনতাবিরোধীদের নামে থাকা সড়ক ও স্থাপনার নাম অপসারণের নির্দেশ দেয়। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মাগুরার এই চারটিসহ সারাদেশে স্বাধীনতাবিরোধীদের নামে থাকা ৩২ সড়কের তালিকা প্রকাশ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন