News71.com
 Bangladesh
 08 Mar 17, 09:58 PM
 205           
 0
 08 Mar 17, 09:58 PM

পুরান ঢাকায় হবে বহুতল ভবন : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

পুরান ঢাকায় হবে বহুতল ভবন : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

নিউজ ডেস্ক : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘পুরান ঢাকায় জরাজীর্ণ ভবন ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিকল্পনা আছে।’ বুধবার (৮ মার্চ) জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ প্রণীত ঢাকা স্ট্রাকচার প্ল্যানে (২০১৬-২০৩৫) পুরান ঢাকার কোন কোন জায়গায় পুনঃনির্মাণ প্রয়োজন এবং কোন কোন জায়গায় সংরক্ষণ করা প্রয়োজন তা চিহ্নিত করে একটি বিস্তারিত পুনর্বাসন পরিকল্পনা গ্রহণের বিষয়ে উল্লেখ করা হয়েছে। অল্প জায়গায় অধিক মানুষের বাসস্থান নির্মাণে রাজউক ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বহুতল ভবন নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে। এ লক্ষ্যে ইতিমধ্যে কোরিয়া রিসার্চ ইনস্টিটিউট ফর হিউম্যান সেটেলমেন্টসের (কেআরআইএইচএস) সঙ্গে আরবান রিডেভেলপমেন্ট প্রকল্পের বিষয়ে কারিগরী ও পেশাগত জ্ঞান, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সম্পাদনের কার্যক্রম চলছে।’

তিনি আরো বলেন, ‘রাজউক কর্তৃক ডিটেইলড এরিয়া প্ল্যানের চলমান কার্যক্রমের অংশ হিসেবে পুরান ঢাকার বাসিন্দাদের মতামত নিয়ে বিদ্যমান সংকীর্ণ রাস্তাগুলো প্রশস্ত করার প্রস্তাবনা এই মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন