
নিউজ ডেস্কঃ সাতক্ষীরার ইটাগাছা এলাকা থেকে ট্রাকভর্তি ২ হাজার বোতল ফেন্সিডিলসহ চালককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ বুধবার বিকেলে এ ঘটনাটি ঘটে। আটক ট্রাক চালকের নাম বাবু। তিনি যশোরের নতুন বাজার এলাকার ইউসুফ শেখের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবুল কাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইটাগাছা এলাকায় ওঁৎ পেতে থাকা গোয়েন্দা পুলিশের একটি টিম কালিগঞ্জগামী একটি ট্রাক (যশোর ট ১১-১১-৯১) আটক করে। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ২ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, মাদক আইনে মামলা দিয়ে ফেন্সিডিল ও ট্রাকসহ চালককে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।