
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ভালো মানের শিক্ষকের ঘাটতি রয়েছে। এ জন্যই মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। শিক্ষার মান অর্জনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। উচ্চ শিক্ষার মান উন্নয়নে সংসদে ’বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বিল-২০১৭’ পাস হয়েছে। শিক্ষামন্ত্রী আজ বুধবার ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ)-এর উদ্যোগে ’ ফিলিপাইন ও থাইল্যান্ড শিক্ষা সফরে লব্ধজ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি পেয়েছে, ঝরে পড়ার হার অনেক কমেছে। তবে, বিদ্যালয় থেকে ঝরে পড়া এখনও একটি বড় সমস্যা। শুধু সংখ্যার দিক থেকে নয়, সাম্প্রতিক বছরগুলোতে মেয়েরা পড়ালেখায় ছেলেদের চেয়ে ভালো করছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল কুদ্দুস, গোলাম মোস্তফা, সেলিম উদ্দিন তরফদার ও মামুনুর রশিদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল্লাহ আবু সায়ীদ বক্তৃতা দেন।
সেমিনারে ফিলিপাইন শিক্ষা সফরের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন সেকায়েপ প্রকল্প পরিচালক ড. মো. মাহামুদ-উল-হক। থাইল্যান্ড শিক্ষা সফরের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন কারিগরি ও মাদরাসা বিভাগের যুগ্ম সচিব সফিউদ্দিন আহমদ। আলোচনায় বক্তারা সফরের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং বাংলাদেশে প্রয়োগ-উপযোগী বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। শিক্ষাক্ষেত্রে একটি সামগ্রিক পরিকল্পনা, সুশৃঙ্খল পদ্ধতি ও ব্যবস্থাপনা গড়ে তোলার ব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা বলেন।
শিক্ষা সফর ২ টিতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৬ জন সংসদ সদস্য, মন্ত্রণালয়, মাউশি ও সেকায়েপ’র কর্মকর্তাবৃন্দ এবং মাঠ পর্যায়ের জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ অংশ নেন।