
নিউজ ডেস্ক : সাভারের আশুলিয়ার ভাদাইল এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। বুধবার (৮ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে ওই এলাকার উত্তরপাড়া সাধু মার্কেট এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রনের কাজে ব্যস্ত রয়েছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, সন্ধ্যা ৬ টার দিকে আগুন লাগলে সাথে সাথেই ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছে। তবে এখনও হতাহত ও ক্ষতির পরিমান জানা যায়নি।