
নিউজ ডেস্ক : বিএনপি-জামায়াত ও এরশাদের জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি আমজনতা খেলাফত পার্টি । আজ বুধবার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ আ ম হায়দার আলী চৌধুরী এ দাবি জানান।
এসময় তিনি বলেন, ‘ধর্মের কল বাতাসে নড়ে। বিএনপি গত নির্বাচনের আগে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এখনো নারী-শিশুরা কাতরাচ্ছে। বিএনপি যুদ্ধাপরাধী-সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়, তারাও সন্ত্রাসী। আর জামায়াত স্বাধীনতাবিরোধী। তাই বিএনপি-জামায়াতের নিবন্ধন বাতিল করতে হবে।’
তিনি আরো বলেন, “বিএনপি-জামায়াত ও এরশাদের জাতীয় পার্টি ‘জয় বাংলা’ স্লোগানের পরিবর্তে অন্য স্লোগান ব্যবহার করে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করেছে। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ বলে স্বীকার করে না তারা। সুতরাং বাংলার মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাই সরকারের কাছে আমার দাবি অবিলম্বে বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করুন।’
হায়দার আলী বলেন, ‘বারবার গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের মানুষ দুর্ভোগে পড়বে।’ তাই গ্যাসের ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তিনি।’