
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিএনজি-চালিত অটোরিকশার ১ যাত্রী নিহত হয়েছে। নিহত আ. কাদের সদর উপজেলার ভাবখালী সিডস্টোর গ্রামের বাসিন্দা।
আজ বুধবার সকালে উপজেলার বইলর বাসস্টেশন এলাকায় ময়মনসিংহগামী ১ টি পিকাপ সড়কে দাঁড়ানো ওই সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ওই যাত্রী নিহত হন। এ ঘটনায় সিএনজি এবং পিকাপের চালকসহ ৬ জন আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।