News71.com
 Bangladesh
 23 Mar 16, 06:21 AM
 552           
 0
 23 Mar 16, 06:21 AM

জনতার আদালতের কাঠগড়ায় ঢাকা দক্ষিন সিটির মেয়র সাঈদ খোকন।।

জনতার আদালতের কাঠগড়ায় ঢাকা দক্ষিন সিটির মেয়র সাঈদ খোকন।।

নিউজ ডেস্ক : গ্যাস -বিদ্যুৎ -পানি- ড্রেনেজ সিস্টেম ছাড়াও রাস্তা- ঘাট আর যানজটের অভিযোগ নিয়ে এবার সাধারণ মানুষের কাঠগড়ায় দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অভিযোগ দেয়ার সাথে সাথে সাধারণ মানুষ আদায় করে নেন সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও।

নানা সমস্যায় জর্জরিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পুরান ঢাকার বাসিন্দারা। সরু রাস্তাঘাট- মাদক সমস্যা- ময়লা আবর্জনার অব্যবস্থাপনা- ছাড়াও বিভিন্ন দপ্তরে সেবা নিতে গিয়ে ভোগান্তির চিত্র তুলে ধরেন সিটি কর্পোরেশনের মেয়রের কাছে।

সুরিটোলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভাটি যেন পরিণত হয় জনতার আদালতে। মেয়র ছাড়াও ছিলেন ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর, লালবাগ জোনের ডিসিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

শুধু অভিযোগ নয়, সময় বেধে দিয়েই সমস্যা সমাধানের আশ্বাসও আদায় করে নেয় এলাকার বাসিন্দারা।

তবে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন জানান, সমস্যা সমাধানে বিভিন্ন চ্যালেঞ্জের কথা। একই সাথে পানি ও ড্রেনেজ সমস্যা বেশি থাকায় ওয়াসাকে জবাবদিহিতার আওতায় আনার কথা জানান তিনি।

তবে সব সমস্যা সমাধানে সাধারণ মানুষকেই এক একজন মেয়রের ভূমিকায় থাকতে হবে- ওয়ার্ডের বাসিন্দাদের কাছে এমনটাই প্রত্যাশা দক্ষিণের নগরপিতার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন