News71.com
 Bangladesh
 23 Mar 16, 01:17 AM
 784           
 0
 23 Mar 16, 01:17 AM

প্রথম ধাপের ইউপি নির্বাচনে খুলনার প্রায় সকল ইউনিয়ন পরিষদ আওয়ামিলীগের দখলে।।

প্রথম ধাপের ইউপি নির্বাচনে খুলনার প্রায় সকল ইউনিয়ন পরিষদ আওয়ামিলীগের দখলে।।

নিউজ ডেস্ক : গতকালকের ইউ পি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৪৯টি, বিএনপি ৪টি ইউনিয়ন পরিষদে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহীরা ৮টি, বিএনপির বিদ্রোহীরা ২টি, জামায়াতের একটিতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। এছাড়াও ৩টি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচনী সহিংসতার অভিযোগে দুটি কেন্দ্রে ভোট স্থগিত থাকায় দিঘলিয়ার যোগীপোল ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়নি।

নির্বাচিতদের মধ্যে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নে আওয়ামী লীগের কামাল হোসেন বুলবুল, তিলক স্বল্প বাহিরদিয়ায় আওয়ামী লীগের জাহাঙ্গীর শেখ, আইচগাতীতে আওয়ামী লীগের আশরাফুজ্জামান বাবুল এবং শ্রীফলতলায় আওয়ামী লীগের ইসহাক সরদার নির্বাচিত হয়েছেন।

তেরখাদা উপজেলা নির্বাচতরা হলেন আজগড়া ইউনিয়নে আওয়ামী লীগের কৃষ্ণ মেনন রায়, বারাসাত ইউনিয়নে আওয়ামী লীগের কে এম আলমগীর হোসেন, ছাগলাদহ ইউনিয়নে আওয়ামী লীগের এস এম দ্বীন ইসলাম, সাচিয়াদহে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উকিল উদ্দিন লস্কর, তেরখাদা সদর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ওয়াহিদুজ্জামান ফকির ও মধুপুর ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ মহসীন নির্বাচিত হয়েছেন।

বটিয়াঘাটা উপজেলায় জলমা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির শেখ আশিকুজ্জামান, বটিয়াঘাটা সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনোরঞ্জন মন্ডল, গঙ্গারামপুরে আওয়ামীলীগের শেখ হাদিউজ্জামান হাদী, সুরখালি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল হাদী সরদার, ভান্ডারকোট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইসমাইল হোসেন বাবু, বালিয়াডাঙ্গায় বিএনপির বিদ্রোহী গোলাম হোসেন ও আমিরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মিলন গোলদার বিজয়ী হয়েছেন।

দাকোপ উপজেলায় দাকোপ ইউনিয়নে আওয়ামী লীগের বিনয় কৃষ্ণ রায়, পানখালীতে আওয়ামী লীগের শেখ আবদুল কাদের, কৈলাশগঞ্জে আওয়ামী লীগের মিহির মন্ডল, সুতারখালীতে আওয়ামী লীগের মাসুম আলী ফকির, কামারখোলায় আওয়ামী লীগের পঞ্চানন কুমার মন্ডল, তিলডাঙ্গায় আওয়ামী লীগের রণজিত কুমার মন্ডল, বাজুয়ায় আওয়ামী লীগের রঘুনাথ রায়, বানীশান্তায় আওয়ামী লীগের সুদেব কুমার রায়, লাউডোবে আওয়ামী লীগের সরজিৎ নির্বাচিত হয়েছেন।

ফুলতলার আটরা গিলাতলা ইউনিয়নে আওয়ামী লীগের শেখ মনিরুল ইসলাম, জামিরায় স্বতন্ত্র হিসেবে জামায়াতের সাইফুল হাসান খান, ফুলতলা সদরে বিএনপির শেখ আবুল বাশার ও দামোদর ইউনিয়নে আওয়ামী লীগের ফরিদ মোহাম্মদ ভূইয়া শিপলু নির্বাচিত হয়েছেন।

কয়রার দক্ষিণ বেদকাশীতে আওয়ামী লীগের কবি শামসুর রহমান, উত্তর বেদকাশীতে আওয়ামী লীগের নুরুল ইসলাম, মহারাজপুরে আওয়ামী লীগের আবদুল্লাহ আল মামুন, কয়রা সদরে আওয়ামী লীগের বিদ্রোহী এস এম শফিকুল ইসলাম, বাগালীতে আওয়ামী লীগের বিদ্রোহী আবদুস সাত্তার পাড়, আমাদিতে আওয়ামী লীগের আমীর আলী গাইন ও মহেশ্বরীপুরে আওয়ামী লীগের বিদ্রোহী বিজয় কুমার সরদার নির্বাচিত হয়েছেন।

ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের রেজোয়ান হোসেন মোল্লা, রঘুনাথপুরে আওয়ামী লীগের খান শাকুর হোসেন, রুদাঘরা ইউনিয়নে আওয়ামী লীগের মোস্তফা কামাল খোকন, খর্ণিয়া ইউনিয়নে আওয়ামী লীগের শেখ হেফজুর রহমান, আটলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের স ম আবদুল কাইয়ুম, মাগুরাঘোনা ইউনিয়নে আওয়ামী লীগের শেখ আবুল হোসেন, শোভনায় আওয়ামীলীগের বিদ্রোহী সুরনজিত বৈদ্য, শরাফপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ রবিউল ইসলাম রবি, সাহস ইউনিয়নে বিএনপির বিদ্রোহী জয়নাল আবেদীন, ভান্ডারপাড়ায় আওয়ামী লীগের হিমাংসু বিশ্বাস, ডুমুরিয়া সদরে আওয়ামীলীগের গাজী হুমায়ুন কবির বুলু, রংপুরে আওয়ামী লীগের রামপ্রসাদ জোদ্দার, গুটুদিয়ায় আওয়ামী লীগের মোস্তফা সরোয়ার ও মাগুরখালিতে আওয়ামী লীগের বিমল কৃষ্ণ সানা নির্বাচিত হয়েছেন।

পাইকগাছার কপিলমুনিতে আওয়ামী লীগের কওছার আলী জোয়ার্দার, হরিঢালীতে স্বতন্ত্র আবু জাফর সিদ্দিকী রাজু, লতায় আওয়ামী লীগের দিবাকর বিশ্বাস, দেলুটিতে আওয়ামী লীগের রিপন কুমার মন্ডল, সোলাদানায় বিএনপির এস এম এনামুল হক, লস্করে আওয়ামী লীগের কে এম আরিফুজ্জামান তুহিন, গদাইপুরে স্বতন্ত্র গাজী জুনায়েদুর রহমান, রাঢ়ুলিতে আওয়ামী লীগের আবদুল মজিদ গোলদার, গড়ইখালীতে আওয়ামী লীগের রুহুল আমিন বিশ্বাস এবং চাঁদখালিতে বিএনপির জোয়াদুর রসূল বাবু নির্বাচিত হয়েছেন।

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে আওয়ামী লীগের জিয়া গাজী, দিঘলিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মোল্লা ফিরোজ হোসেন, বারাকপুরে আওয়ামী লীগের গাজী জাকির হোসেন, আড়ংঘাটায় আওয়ামী লীগের মফিজুর রহমান জিবলু মোড়ল ও গাজীরহাট ইউপিতে আওয়ামী লীগের কামাল উদ্দিন মোল্লা নির্বাচিত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন