News71.com
 Bangladesh
 22 Mar 16, 06:21 AM
 704           
 0
 22 Mar 16, 06:21 AM

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি আইনের খসড়া পেশ ।। ৫ বছরের দণ্ড ও এক কোটি টাকা জরিমানা

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি আইনের খসড়া পেশ ।। ৫ বছরের দণ্ড ও এক কোটি টাকা জরিমানা

নিউজ ডেস্ক : ১৯৭১ সালের ১ মার্চ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে মহান মুক্তিযুদ্ধের ঘটনা অস্বীকার করাসহ মুক্তিযুদ্ধের অবমাননার শাস্তি সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং অতিরিক্ত দণ্ড হিসেবে সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ডের বিধান রেখে খসড়া আইন তৈরি করেছে আইন কমিশন।

গত সোমবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকরণ অপরাধ আইন, ২০১৬- এর ধারণাপত্রসহ খসড়াটি আইন মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন কমিশন। আজ মঙ্গলবার আইন কমিশন সূত্র আইনটির খসড়া দুই মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছে।

খসড়া আইনের ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকরণ অপরাধ’ শিরোনামের ৪ (১) ধারায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকরণ অপরাধ হিসাবে গণ্য করার বিষয়গুলো এবং ৫ (১) ধারায় ‘দণ্ড’ শিরোনামে এসব অপরাধের দণ্ড সম্পর্কে বলা হয়েছে।

আইনের খসড়ায় স্বাক্ষর করেন আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, সদস্য অধ্যাপক শাহ আলম ও বিচারপতি এটিএম ফজলে কবীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন