News71.com
 Bangladesh
 14 Mar 16, 09:29 AM
 584           
 0
 14 Mar 16, 09:29 AM

নারায়ণগঞ্জের আদালত থেকে নূর হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রত্যাহার।।

নারায়ণগঞ্জের আদালত থেকে নূর হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রত্যাহার।।

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা একটি চাদাবাজি মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে হাজির হয়ে বাদি চুনা ব্যবসায়ী মুরাদ হোসেন মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন।

কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত বাদীর আবেদন মঞ্জুর করেছেন। এর আগে ১১ জানুয়ারি বাদী অটোরিকশা চালক সাইদুল ইসলাম একটি চাদাবাজি মামলা আদালত থেকে প্রত্যাহার করে নিয়েছেন।

জানা যায়, সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় মুরাদ হোসেনের মালিকানাধীন মেসার্স মেঘনা লাইমস নামে একটি চুন তৈরির কারখানা রয়েছে। ২০১২ সালের ০২ মে সেই কারখানায় ১০ লাখ টাকা চাদার দাবিতে নূর হোসেনসহ তার সহযোগীরা হামলা চালান। ওই সময় কারখানার নিরাপত্তাকর্মীসহ অতিরিক্ত পরিচালক আব্দুল মালেককে মারধর করে চুন বিক্রির ১২ লাখ টাকা ক্যাশ থেকে নিয়ে যান এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা না দিলে হত্যা করা হবে বলে হুমকি দেন। এ ঘটনায় গত ২০১৪ সালের ২৯ জুন আমলি আদালতে একটি মামলা দায়ের করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন