News71.com
 Bangladesh
 18 Jan 16, 06:09 AM
 1037           
 0
 18 Jan 16, 06:09 AM

দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় পাঁচ জেএমবি জঙ্গীর ১০ বছর করে কারাদণ্ডাদেশ

দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় পাঁচ জেএমবি  জঙ্গীর ১০ বছর করে কারাদণ্ডাদেশ

 

নিউজ ডেস্ক :রাঙামাটিতে পাঁচ জেএমবির সদস্যকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। আজ সোমবার সকালে রাঙামাটির জেলা যুগ্ম দায়রা জজ আজিজুল হক এ রায় ঘোষণা করেন। সারাদেশে সিরিজ বোমা হামলার সংগে জড়িত থাকার দায়ে তাদেরকে এ সাজা দেয়া হয়েছে বলে আদালত সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

কারাদণ্ডাদেশ পাওয়া জেএমবির সদস্যরা হলেন-রাঙামাটির বরকল উপজেলার ওবায়দুর রহমান খায়ের, দিনাজপুরের আরিফুল ইসলাম, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আইয়ুব আলী, নীলফামারীর জলঢাকা উপজেলার মো. আবদুল হাফিজ খলিল ও কক্সবাজারের মো. জাবেদ ইকবাল। এছাড়াও উপযুক্ত সাক্ষ্য প্রমান না থাকায় অভিযুক্ত মো. রুহুল আমীনকে খালাস দিয়েছেন আদালত। তার বাড়ীও রাঙামাটি জেলার বরকলে।

উল্লেখ্য ২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গী সংগঠন জামায়েতুল মুজাহিদিন বাংলাদেশ (জে এম বি) এর পরিকল্পনার অংশ হিসেবে জঙ্গীরা সারাদেশে একযোগে ৫০০টি সহানে বোমা হামলা চালায়। দেশব্যাপী হামলার অংশ হিসেবে আসামীরা রাঙ্গামাটির প্রেস ক্লাব, রিজার্ভ বাজার চৌমুহনী ও বনরুপা এলাকায় সিরিজ বোমা হামলা চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন