News71.com
 Bangladesh
 26 Feb 16, 03:43 AM
 818           
 0
 26 Feb 16, 03:43 AM

সময় বাড়লো অমর একুশে বইমেলার ।। খুশী বইপ্রেমিক ও ব্যবসায়ীরা

সময় বাড়লো অমর একুশে বইমেলার ।। খুশী বইপ্রেমিক ও ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক: প্রকাশকদের দাবির প্রেক্ষিতে বইমেলার সময় বাড়ালো মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। মেলার ২৫তম দিন বৃহস্পতিবার বাংলা একাডেমি এই ঘোষণা দিয়েছে । বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। গত কয়েকদিন প্রচন্ড শিলাঝড়ে অমর একুশে বইমেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পর আজ এ সিদ্ধান্ত জানাল বাংলা একাডেমি। মেলা আয়োজকদের এই সিদ্ধান্তে খুশি বইপ্রেমিক ,প্রকাশক, পরিবেশক সহ সকল বই ব্যবসায়ি।

উল্লেখ্য পূর্ব ঘোষিত সুচি অনুযায়ি আর মাত্র চারদিন বাকি আছে বইমেলার । এর মধ্যে আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। এ দুই দিনই মেলার সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নির্ধারিত সময় ১১টার পরিবর্তে মেলার প্রবেশদ্বার খুলবে সকাল সাড়ে ১০টায়। শুক্রবার মেলায় যথারীতি থাকছে শিশুপ্রহর। তবে শিশুপ্রহর ১১টার পরিবর্তে শুরু হবে সকাল সাড়ে ১০টায়। চলবে যথারীতি ১টা পর্যন্ত।

এছাড়া রবি ও সোমবার, এ দুই দিনে মেলার সময়সীমা দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। এই দুই দিন মেলার প্রবেশদ্বার খুলবে বেলা ৩টার পরিবর্তে ২টায়। তবে মেলার শেষ সময় রাত ৮টাই থাকছে। তবে মেলায় মানুষের চাপ থাকে রাতের দিকে। তাই সময় বাড়ানো দরকার রাতে। মেলার শুরু ও শেষ দুই বেলাতেই কমপক্ষে ২ ঘণ্টা সময় বাড়ানো উচিত।’এমনটাই দাবি প্রকাশকদের ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন