News71.com
 Bangladesh
 20 Jan 26, 07:28 PM
 17           
 0
 20 Jan 26, 07:28 PM

কুমিল্লা-৪ আসন ॥ বিএনপি প্রার্থী মঞ্জুরুলের প্রার্থিতা বহাল নিয়ে রিটের শুনানি বুধবার  

কুমিল্লা-৪ আসন ॥ বিএনপি প্রার্থী মঞ্জুরুলের প্রার্থিতা বহাল নিয়ে রিটের শুনানি বুধবার   

নিউজ ডেস্কঃ কুমিল্লা–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি)।এর পরই আদালতের দ্বারস্থ হন এই প্রার্থী। ইসির দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি। আর এই রিটের শুনানির জন্য বুধবারের (২১ জানুয়ারি) দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন।

আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ে মঞ্জুরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন ওই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি আপিলে অভিযোগ করেছিলেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন