
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর গত এক বছরে এক লাখের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে তার প্রশাসন। সোমবার (১২ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভিসা বাতিলের একটি নতুন রেকর্ড। গত ২০ জানুয়ারি ২০২৫-এ দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বৈধ ভিসাধারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন।
দেশটির পররাষ্ট্র দপ্তরের দাবি, আমেরিকাকে নিরাপদ রাখার লক্ষ্যে এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন ব্যক্তিদের চিহ্নিত করতেই এই ব্যাপক ধরপাকড় ও ভিসা বাতিলের প্রক্রিয়া চালানো হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাতিল হওয়া এক লাখ ভিসার মধ্যে প্রায় ৮ হাজার স্টুডেন্ট ভিসা বা শিক্ষার্থী ভিসা এবং ২ হাজার ৫০০টি বিশেষায়িত দক্ষতাসম্পন্ন কর্মীর (যেমন এইচ-১বি ও এল-১বি) ভিসা রয়েছে। মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগোট জানিয়েছেন, মূলত চারটি প্রধান কারণে এই ভিসাগুলো বাতিল করা হয়েছে।