
নিউজ ডেস্কঃ কক্সবাজারে সেন্টমার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’ নামে একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুনের ঘটনায় এক কর্মচারী নিহত হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঘাটে অপেক্ষারত ১৯৩ জন পর্যটক। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে যাত্রী ওঠানোর সময় জাহাজটি নুনিয়াছড়া ঘাটে ভেড়ানোর মুহূর্তে ইঞ্জিনরুমে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে জাহাজের একটি কক্ষ থেকে দগ্ধ অবস্থায় কর্মচারী নুর কামালের (৩৫) মরদেহ পাওয়া যায়। আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। নিহত নুর কামালের বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায়।
সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, যাত্রীরা জাহাজে ওঠার আগেই আগুনের ঘটনা ঘটে। যাত্রীদের একটি অংশকে অন্য জাহাজে করে সেন্টমার্টিনে পাঠানো হয়েছে। বাকিরা আগামীকাল যাত্রা করবেন।আটলান্টিক জাহাজের কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত নুর কামাল রাতে ডিউটি শেষে ঘুমিয়েছিলেন।