News71.com
 Bangladesh
 17 Dec 25, 11:22 AM
 68           
 0
 17 Dec 25, 11:22 AM

প্রবাসী ভোটার নিবন্ধন সাড়ে ৪ লাখ ছাড়াল॥  

প্রবাসী ভোটার নিবন্ধন সাড়ে ৪ লাখ ছাড়াল॥   

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত ভোটারদের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধন সংখ্যা ছাড়াল সাড়ে ৪ লাখ। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট- সংক্রান্ত ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে। পোস্টাল ভোট বিডি’র তথ্যানুযায়ী, এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ লাখ ৫৬ হাজার ৭৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ২৮ হাজার ৪৯৯ জন এবং নারী ভোটার রয়েছেন ২৮ হাজার ২৭৮ জন। একই অ্যাপে দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৪৪ হাজার ৪২৮ জন। তাদের মধ্যে সরকারি চাকরিজীবী ৪৪ হাজার ৩৬৯ জন এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন ৫৯ জন।

নির্বাচন কমিশন (ইসি) এবারই প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে। এই ব্যবস্থায় প্রবাসী ভোটার, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ভোট দিতে পারবেন। এজন্য সংশ্লিষ্টদের অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হচ্ছে। গত ১৯ নভেম্বর থেকে এ নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন