News71.com
 Bangladesh
 08 Aug 25, 12:41 PM
 70           
 0
 08 Aug 25, 12:41 PM

১৬টি সুপারিশ কার্যকর করেছে অন্তর্বর্তীকালীন সরকার॥ প্রেস উইং  

১৬টি সুপারিশ কার্যকর করেছে অন্তর্বর্তীকালীন সরকার॥ প্রেস উইং   

নিউজ ডেস্কঃ সংস্কার কমিশনগুলোর দেওয়া মোট ১৬টি সুপারিশ ইতোমধ্যে বাস্তবায়ন করেছে অন্তর্বর্তী সরকার, জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, নির্বাচন, জনপ্রশাসন, দুর্নীতি দমন এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাস্তবায়নের মাধ্যমে সরকারের সংস্কার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে দুটি বাস্তবায়ন করা হয়েছে। সেগুলো হলো—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন এবং নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা। জনপ্রশাসন সংস্কার কমিশনের 'নাগরিকদের পাসপোর্ট পাওয়া মৌলিক অধিকার' ও 'গণশুনানি'র সুপারিশ বাস্তবায়িত হয়েছে। দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে বাস্তবায়ন করা চারটি হলো—তদন্ত-পূর্ব আবশ্যিক অনুসন্ধান-ব্যবস্থা বিলোপ, দুদক আইনের ধারা ৩২ক বিলোপ, উচ্চমাত্রার দুর্নীতি তদন্তে বিভিন্ন এজেন্সির সমন্বয়ে আলাদা টাস্কফোর্স গঠন এবং সিএজি ও আএমইডির সঙ্গে সমঝোতা স্মারক সই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন