News71.com
 Bangladesh
 04 Jul 25, 11:15 AM
 6           
 0
 04 Jul 25, 11:15 AM

জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর সাথে ফোনালাপ নিয়ে ব্রিফিং॥  

জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর সাথে ফোনালাপ নিয়ে ব্রিফিং॥   

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কার্যালয় স্থাপনের বিষয়টি খসড়া পর্যায়ে আছে। খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে একটি সম্পূর্ণ ড্রাফট আসবে, যেখানে একটি শব্দও পরিবর্তন হবে না। তখন আমরা সই করব, তখন বিস্তারিত বলতে পারব। বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এসব কথা বলেন। ঢাকায় জাতিসংঘের পরবর্তী আবাসিক প্রতিনিধি নিয়োগ নিয়ে সরকারের কোনো অস্বস্তি রয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে প্রসেস হোক, তারপরে দেখব।

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এটি নিয়ে প্রধান উপদেষ্টার অফিস থেকে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এর বাইরে কিছু নেই। সেখানে খুব চমৎকার পরিবেশে কথা হয়েছে। আমি পাশে ছিলাম। আলাপে সংস্কার ও যথা শিগগির নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছে।ফোনালাপে মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন