News71.com
 Bangladesh
 28 Jun 25, 10:45 PM
 73           
 0
 28 Jun 25, 10:45 PM

রোববারও চলবে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’॥  

রোববারও চলবে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’॥   

নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও রাজস্বখাতের বোর্ডের অংশগ্রহণমূলক সংস্কারের দাবিতে আবারও কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আগামী রোববার (২৯ জুন) থেকে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে ‘শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালিত হবে। শনিবার (২৮ জুন) দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এ ঘোষণা দেয়।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা বলেন, শার্টডাউন কর্মসূচি পালন ও অফিসে থেকে বের হলে এনবিআর কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থার হুমকি দেয়। সকালে এনবিআরে প্রবেশ করতে না দেওয়ার পরও গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করার মধ্য দিয়ে কর্মকর্তা-কর্মচারীরা আরও বেশি উজ্জীবিত হয়েছে। এনবিআরের ভেতরে ঢুকতে দেয়নি, বাইরে বসে কর্মসূচি পালন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন