News71.com
 Bangladesh
 28 Jun 25, 10:25 PM
 58           
 0
 28 Jun 25, 10:25 PM

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ॥প্রতিদিন রাজস্ব ঘাটতি ৪০ কোটি টাকা  

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ॥প্রতিদিন রাজস্ব ঘাটতি ৪০ কোটি টাকা   

নিউজ ডেস্কঃ কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে বেনাপোল কাস্টম হাউসে শনিবার কোনো কাজ হয়নি। এতে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি ও কাস্টমসে পণ্য শুল্কায়ন পরীক্ষণ ও লোড-আনলোড বন্ধ ছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিছুদিন ধরে অর্ধদিবস কলমবিরতি চলেছে বেনাপোল কাস্টম হাউসে। এদিকে কাস্টম হাউসের গেটে ব্যানার ঝুলিয়ে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। কর্মবিরতির অন্য দিনগুলোয় আগে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের স্টাফরা অনলাইনে কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল করতেন।

শনিবার থেকে তাঁদের এন্ট্রি শাখা বন্ধ করে বাইরে যেতে বলা হয়েছে। অধিকাংশ সময় কাস্টম হাউসের প্রধান গেট বন্ধ রেখেছেন তাঁরা। এর আগে কর্মবিরতির দিন আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। কিন্তু শনিবার কার্গো শাখায় কাস্টমসের কোনো কর্মকর্তা-কর্মচারী যাননি। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক মেহেরুল্লাহ বলেন, ‘প্রতিদিন ভারত থেকে ৫০০-৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি এবং ২০০ থেকে ২৫০ ট্রাক পণ্য রপ্তানি হয়। আমদানি পণ্য থেকে দিনে সরকারের রাজস্ব আসে ৪০-৫০ কোটি টাকা। কাস্টমসের কলমবিরতিতে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে না। এতে বন্দরে পণ্যজট দেখা দিয়েছে। এসব আটকে থাকা ট্রাকে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। রাজস্ব আয়েও বিরূপ প্রভাব পড়ছে। দ্রুত সমাধানের মাধ্যমে বাণিজ্য সচলের দাবি জানাচ্ছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন