নিউজ ডেস্কঃ অপ্রয়োজনীয় বড় প্রকল্প অনুমোদনের মাধ্যমে যাতে টেকসই ঋণ ব্যবস্থাপনা বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, যে কোনো বড় প্রকল্প অনুমোদনের আগে আমাদের দেখতে হবে যে, প্রকল্পটির চাহিদা যৌক্তিক কি-না, সেটি বাস্তবায়নযোগ্য কি-না ও দীর্ঘমেয়াদে তা কতটা উপকার বয়ে আনবে।শুক্রবার গাজীপুরের একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত ‘নেভিগেটিং পাবলিক ডেট ইন বাংলাদেশ’-শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ড. সালেহউদ্দিন বলেন, এখন আমাদের কৌশলগুলোকে বাস্তবায়নে রূপ দিতে হবে। ঋণ ব্যবস্থাপনা শুধু সরকারের একক দায়িত্ব নয়, এটি সম্মিলিত দায়িত্ব। সেখানে কর্পোরেট খাত, বাংলাদেশ ব্যাংক, বন্ড মার্কেট ও বেসরকারি খাতেরও সম্পৃক্ততা প্রয়োজন। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে রাজস্ব স্থিতিশীলতা বজায় রাখতে। সব অংশীজনের নিয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন উপদেষ্টা।