News71.com
 Bangladesh
 02 May 25, 11:52 PM
 179           
 0
 02 May 25, 11:52 PM

অর্থ সংকটে বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট॥

অর্থ সংকটে বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট॥

নিউজ ডেস্কঃ দেশীয় বেসরকারি এয়ারলাইন্স সংস্থা নভোএয়ারের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার থেকে সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। কতদিন বন্ধ থাকবে, নাকি একেবারেই বন্ধ হয়ে যাবে, এ বিষয়টি নিশ্চিত করতে পারেনি নভোএয়ার। তবে এয়ারলাইন্সটি একেবারে বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন রয়েছে।নভোএয়ার সূত্র জানিয়েছে, সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে। কারণ, সংস্থাটি তাদের বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়াটি চলতি মাসেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বিমান বিক্রির ইন্সপেকশন শুরু হয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, ২০ এপ্রিল থেকে তারা টিকিট বিক্রি বন্ধ করে দেয়। এটা প্রচার হওয়ার পর আবারো টিকিট বিক্রি চালু করে। শুক্রবার থেকে আবারো ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। অনলাইনে টিকিট কেনার অপশনটিও বন্ধ রয়েছে সংস্থাটির। এর আগে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য নভোএয়ার তাদের বহরে থাকা এয়ারবাসসহ আরও উড়োজাহাজ কেনার কথা জানিয়েছিল। তবে তারা বর্তমানে অর্থ সংকটে ভুগছে। এখনো নতুন বিনিয়োগকারীও নিশ্চিত করতে পারেনি। এটি নিয়ে আলোচনা চলছে।তবে উপযুক্ত বিনিয়োগকারী না পেলে বিমান পরিসেবা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন