News71.com
 Bangladesh
 02 May 25, 12:03 PM
 129           
 0
 02 May 25, 12:03 PM

নারী সংস্কার কমিশন বাতিলসহ ৪ দাবিতে কাল হেফাজতের মহাসমাবেশ॥

নারী সংস্কার কমিশন বাতিলসহ ৪ দাবিতে কাল হেফাজতের মহাসমাবেশ॥

 

নিউজ ডেস্কঃ নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আগামীকাল শনিবার ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে হেফাজতে ইসলাম। সারা দেশ থেকে লোক জমায়েত করতে সংগঠনটির বেশ তোড়জোড় দেখা যাচ্ছে। এর মধ্যেই শীর্ষ নেতারা দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক সফর করেছেন। উদ্দেশ্য, শনিবারের মহাসমাবেশে ঢাকায় লোকসমাগম ঘটানো। হেফাজতে ইসলামের নেতারা মহাসমাবেশের মতো কর্মসূচির কথা প্রথম ভাবতে থাকেন গত রমজানে। তখন রমজান মাসের শেষদিকে ঢাকায় বৈঠকে বসেন সংগঠনের শীর্ষ নেতারা। যেখানে মূল ইস্যু ছিল— সংগঠনটির নেতাকর্মীদের নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং 'শাপলা চত্বরে গণহত্যার' বিচার। এ ছাড়া সংবিধানে বহুত্বদের পরিবর্তে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহালের কথাও বলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন